হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এখনো প্রায় ১৭ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। ফলে শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটের বেশ কিছু সিট খালি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি সরকারের ওয়েবসাইটের সমস্যার কারণে এই ভিসাগুলো এখনো হয়নি বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পরে এই হজযাত্রীদের বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটের সিটের সংস্থান করা কষ্টকর হবে। ফলে সৃষ্টি হবে জটিলতা। বাড়বে বিমানের লোকসান।
আজ সন্ধ্যা ৭টায় আশকোনা হাজি ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলো সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে। বেসরকারি ৭০ হাজার হজযাত্রীর ভিসা হয়ে গেছে। এর আগে ১৮ এপ্রিলের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য সৌদি সরকার সময় বেঁধে দেয়। অনলাইন প্ল্যাটফরমে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়।
সরকারি হজযাত্রী ৫ হাজার ২শ জন সবার ভিসা হয়েছে।
হাব সভাপতি ফরিদ আহমেদ মজুমদার বলেন, প্রায় ১৭ হাজার হজযাত্রীর ভিসা এখনো হয়নি। তবে আমরা চেষ্টা করছি ভিসার কাজ দ্রুত সম্পন্ন করার। সময়মতো ভিসা না হওয়ায় পরে বিমানের সিট পাওয়া কঠিন হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারের ১ শ ৯৮ জনের কোটা রয়েছে। ৮৭ হাজার ১শ জন হজে যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। বেসরকারিভাবে ৮১ হাজার ৯শ জন এবং সরকারিভাবে পাঁচ হাজার ২শ জন নিবন্ধন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস অর্ধেক অর্ধেক করে যাত্রী পরিবহন করবে।
বিমান নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ই আর দিয়ে বিমান ফ্লাইট পরিচালনা করা হবে। এর জন্য বিমান অন্য রুটগুলো রিশিডিউল করেছে। এবারে ৪৩ হাজার ৫ শ ৫০ হাজিকে আনা-নেয়া করবে বিমান। জানা যায়, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস কাউন্টার থেকে হাজিরা সার্ভিস নিতে পারবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) হজের জন্য প্রস্তুতি নিয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, শাহজালাল-কেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনো বিড়ম্বনার শিকার না হন, তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আমার দেশকে বলেন, হজের বিষয়ে আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অল্পকিছু হজযাত্রীর ভিসা বাকি আছে, সেগুলোও দ্রুত হয়ে যাবে। এখন প্রতিদিনই প্রচুর ভিসা হচ্ছে। আমরা আশা করি,এবার আমরা হজ কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।
২৮ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur