ফরিদগঞ্জে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক ও নিয়মিত মামলার ১১ আসামিসহ ১২ জন গ্রেফতার।
রোববার (২৭ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজন ও নিয়মিত মামলার ৪ নারীসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ আমজাদ আলী চৌধুরী, মোঃ মাহবুবুল ইসলাম, আবু তাহের, পিয়াস বড়ুয়া ও এএসআই মোঃ মাসুদুল হক, মোঃ ছগির হোসেন, মোঃ কামাল হোসেন, অসীম সিংহ, শাকিল রানা, শামসুল আলম, সঞ্জয় চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামী নাজমুল ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় খোকন মিয়া, যৌতুক নিরোধ আইনের মামলায় মনুহার বেগম, সুমন পাটোয়ারী, তাসলিমা বেগম, এন আই অ্যাক্টের মামলায় তাসলিমা বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুমন, সুমনা ওয়ারেন্টভুক্ত ফারুক ছৈয়াল, সেলিনা বেগম ও শামীম।
১২ জনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur