চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে সততা স্টোর উদ্বোধন, মাসিক অভিভাবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের গর্ভণিংবডির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্ত্বে ও প্রভাষক নূরুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. মেজবা উদ্দিন।
বক্তব্য রাখেন সুজাতপুর ডিগ্রি কলেজের গর্ভণিংবডির বিদোৎসাহী সদস্য মো.আফজাল হোসেন, হিতৈষী সদস্য মোঃ আরিফ হোসেন। প্রধান সম্নয়ক হিসেবে অনুষ্ঠান সাফল্যতা পূরনে বক্তব্য দেন কলেজের অধ্যাক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ, সমাজ সেবক জাহাঙ্গীর আলম,জসিম উদ্দিন প্রধান, জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোরশেদ আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দাস, ইতিহাস বিভাগের সহকারী প্রভাষক আতাউল্লাহ, জোষ্ঠ প্রভাষক নিজাম উদ্দিন,বাংলা বিভাগের প্রভাষক হেলেনা আক্তার, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, অভিভাবক ফারক মিয়াজি, ইয়াছিন পাটোয়ারী, নূরুন্নাহার লাভলী। এসময় অন্যান্য অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কলেজের শিক্ষার্থীদের জন্য সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৪ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur