মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত মোঃ রবিন মজুমদার (৩৮) নামের আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। বুধবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই (উপ-সহকারী পরিদর্শক) নাজমুল হাসান খলিশাডুলী নিজ বাড়ি থেবে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃত মোঃ রবিন মজুমদার চাঁদপুর শহরের খলিশাডুলী এলাকার মৃতঃ শহীদ মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে জিআর ৫৩৯/১৮ মামলায় ১ বছর ৬ মাসের সাজা রয়েছে। এছাড়া ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৪ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur