চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট বাজার সংলগ্ন বটতলা এলাকায় অগ্নিকাণ্ডে ১টি মাইক্রোবাসসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ব্যবসায়ীরা।
২১ এপ্রিল সোমবার বেলা ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বেলা হটাৎ ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যে চারটি দোকানসহ একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন জানান, আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur