প্রবাসে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ মনেপ্রানে বিশ্বাসী নেতাদের নিয়ে গঠিত চাঁদপুরের কচুয়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মো: শাহজাহান চৌধুরী কে বিরল সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে কচুয়ার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সহ- সভাপতি মো: তাজুল ইসলাম তাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন। স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো: শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারন স¤পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সাধারণ স¤পাদক মো: ইউসুফ খান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো : মনির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক শামীম মিয়াজী, বিতারা ইউনিয়ন পশ্চিম বিএনপির সাধারণ স¤পাদক মো : জসিম উদ্দিন মাষ্টার, বিএনপি নেতা কামরুল ইসলাম মাষ্টার, উপজেলা ছাএদলের সাধারন স¤পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক আতিকুর রহমান জুয়েল, মাঝিগাছা প্রবাসী ফোরামের নেতা মোহাম্মদ রাসেল সিকদার সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মজলু তালুকদার, ¯হানীয় ওয়াড যুবদলের সভাপতি আবুল কালাম তালুকদার,সাংগঠনিক স¤পাদক কাউছার তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ফারুক মোল্লা, ওয়াড ছাত্রদলের সভাপতি জুনায়েদ সিদ্দিকী, সাধারন স¤পাদক হাসিব সিকদার,যুগ্ম সাধারন স¤পাদক আবদুল্লাহ আল নোমান,সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মেজবা উদ্দিন সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, কচুয়ার মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের নেতা সাইদ হোসেন, কামরুজ্জামান মজুমদার, আতিকুর রহমান মন্টু, কাউছার হামিদ, লিটন বেপারী, রবিউল করিম রবি, সুমন মিয়াজী, সোহাগ মিয়াজী, রশিদ মিয়াজী, টিটু মিয়াজী, সবুজ সিকদার, নিরব হাজ্বী, সুমন তালুকদার, জাফর মিয়াজী, মুন্না মিয়াজী, পলাশ মির্জা, হুমায়ন কবির ও ডালিম দর্জি সহ অন্যান্য নেতাকর্মীদের সার্বিক সহযোগীতায় ও প্রচেষ্টায় এলাকার অসহায় মানুষের কল্যানে বিভিন্ন সময়ে ইফতার, ঈদ সামগ্রী, গরীব অসহায়দের চিকিৎসা, বিয়েতে অর্থ সহায়তা প্রদানসহ নানানভাবে পাশে থেকে সহযোগিতা করে আসছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur