কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জালু মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালু মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুগঞ্জগামী দুলদুল পরিবহনের একটি যাত্রীবাহি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের হেলপার জালু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট ১০:২৭ পিএম ০৩ নভেম্বব, ২০১৫ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur