বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি প্রার্থী মাও মোঃ বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চলনায় স্থানীয় একটি মিলনায়তনে ১২ এপ্রিল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও সাবেক ফেনী জেলা জামায়াত আমির অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও সাবেক ব্রাহ্মনবাড়ীয়া জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির মাও. মোঃ আব্দুর রহিম পাটওয়ারী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা জামায়াত সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাও. মোঃ আবুল হোসাইন, অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ ওসমানী। অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর জামায়াত আমির অ্যাড. মোঃ শাহাজাহান খান. পৌর জামায়াত সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জুবায়ের হোসাইন, জেলা জামায়াতের প্রশিক্ষণ ও অফিস সেক্রেটারি মোঃ নাছির উদ্দিন, শহর জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি আবু আহমেদ প্রমূখ।
এসময় বক্তরা বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। এ জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামের যথাযথ জ্ঞান ও আমলের প্রতিযোগীতা করতে হবে। এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে এ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং এদেশের স্বাধীনতা সার্বভোমত্ব অধিকতর সুরক্ষিত হবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’
দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ৩ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার,১২ এপ্রিল ২০২৫