১২ মার্চ এর মধ্যে চাঁদপুরের ৮ উপজেলায় ৩শ ৪৫ জন সদ্য নিয়োগকৃত প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকের যোগদান করেছেন। ১৩ মার্চ স্ব স্ব উপজেলায় তাদের কে পদায়ন করেছে সংশ্লিষ্ঠ উপজেলা কর্মকর্তাগণ ।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৬ এপ্রিল এ তথ্য জানান। ২০২৫ সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেবা সিদ্ধান্ত নেয়। এ নিয়োগ কয়েকটি ধাপে দেয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ৩২ হাজার ৫শ ৭৭টি পদের কথা বলা হলেও আরও ৫ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয়। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮শ ৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫শ ৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩শ ৬৮ জন উত্তীর্ণ হন। ২০২৫ সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১ লাখ নিয়োগের পরিকল্পনা নেয় মন্ত্রণালয়টি। এ জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৭ মার্চ ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur