চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক দুটি চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরশাক উত্তরপাড়া নতুন বাড়ির প্রবাসী মনির হোসেনের ঘরে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে একদল চোর তাদের গৃহে প্রবেশ করে ঘরে রক্ষিত মালামাল লুটে নেয়। গৃহকর্তা মনির বলেন, চোরের দল ঘরের স্টিলের সুকেসের তালা ভেঙ্গে ৬ জোড়া কানের দুল, ৪টি গলার চেইন, ৩টি আংটি যার নগদ মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ আনুমান আট ভরি স্বর্ণালংকার চুরি করে, যার বর্তমান বাজারদর ১০ লক্ষ টাকার অধিক।
তিনি আরো বলেন, ওই রাতে আমরা পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী ফেরুয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। পরে গভীর রাতে বাড়ি ফিরে লুণ্ঠনের এ ঘটনা প্রত্যক্ষ করি। পরের দিন শনিবার গৃহকর্তার স্ত্রী চামেলী আক্তার (৩৫) শাহরাস্তি থানায় একটি চুরিকাণ্ডের অভিযোগ দায়ের করেন।
ওই দিন স্থানীয় শোরশাক উত্তরপাড়া সৌদিয়া মার্কেটের সম্মুখে সন্দেহাতিতভাবে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশে সোফর্দ করে।
আটককৃতরা হলেন শোরসাক গ্রামের মোঃ জাকির হোসেন (২০), মোঃ রকি(২০), মোঃ পিয়াস হাসান(২২)।
এদিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর তাজের বাড়ির প্রবাসী কামরুজ্জামান বাচ্চু গৃহের চুরির ঘটনা ঘটে। গৃহকর্তী হাসিনা আক্তার( ৫৫) জানান গত শুক্রবার দুপুরে আমার ছেলে সহ মেয়ের শ্বশুরালয়ে বেড়াতে যাই।
৬ এপ্রিল রোববার সকালে বাড়ি ফিরে গৃহে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহ ঘনীভূত হয়। একপর্যায়ে তিনি ঘরের দক্ষিণ পাশে জানালার গ্রীল কাটা দেখতে পান। পরে অনুসন্ধান করে ঘরে আলমিরায় রক্ষিত ৩টি স্বর্ণের নাকের ফুল, ২টি স্বর্ণের চুড়ি, ১ জোড়া স্বর্ণের অলংকারসহ ৫ভরি স্বর্ণের মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন, যার বাজার মূল্য ৮ লক্ষ টাকার অধিক।
একই সঙ্গে গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি এইচপি মডেলের ল্যাপটপ, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।
এ বিষয়ে হাসিনা আক্তার( ৫৫)স্বামী মোঃ কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা চোরদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ চুরির ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,৭ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur