শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মিয়ানমার। ওই ঘটনায় ৩ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার সামরিক সরকার। এরই মধ্যে বুধবার ফের এক ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানল মিয়ানমারে। জানা গিয়েছে, এ দিনের ভূমিকম্প হয়েছে মিযানমারের দক্ষিণ উপকূলে।
এ দিকে গত শুক্রবারের ভূমিকম্পের পরও নাগরিকদের উপর আকাশ পথে বোমা হামলার অভিযোগ উঠেছিল মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে। গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশে এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরও বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার অব্যাহত রাখার অভিযোগ উঠেছিল। যার ফলে জটিলতা বেড়েছিল ত্রাণ ও উদ্ধার প্রক্রিয়ায়। বুধবার অবশ্য দেশের মানুষকে সুখবর দিয়েছে মায়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী। এ দিন তারা গৃহযুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
বুধবার রাতে মিয়ানমারের সরকারি টিভি চ্যানেল এমআরটিভিতে সেনাবাহিনীর হাইকমান্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে,২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে। শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা জানাতেই এই ঘোষণা বলে জানানো হয়েছে।
সেনাবাহিনীর এ ঘোষণার আগেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির একতরফা ভাবে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে,অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, এর মধ্যে যদি ওই গোষ্ঠীগুলি রাষ্ট্রের উপর আক্রমণ বা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করে,তা হলে সেনাবাহিনী‘প্রয়োজনীয়’ ব্যবস্থা নেবে।
শুক্রবারের ভূমিকম্পের পর পাঁচ দিন কেটে গিয়েছে। কিন্তু বুধবারও মিয়ানমারের রাজধানীর এক হোটেলের ধ্বংসাবশেষ থেকে দু’জন এবং অন্য এক শহরের একটি গেস্টহাউস থেকে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীদের বাকি দলগুলি শুধুমাত্র মৃতদেহই খুঁজে পেয়েছে। এমআরটিভি-র দেয়া এ দিনের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০০৩ জন। আর আহত হয়েছেন আরও ৪,৫০০ জনেরও বেশি মানুষ। তবে এটা সরকারি পরিসংখ্যান। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে আরও বেশি হতাহতের ইঙ্গিত দেয়া হয়েছে।
৫ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur