মালয়েশিয়া শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার ২৩ মার্চ কুয়ালালামপুরের হোটেল আল মাস সিটির বলরুমে শ্রমিক দল মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মো.রাজু ইমন আলীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।প্রথমে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল মালয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার মো.ফারুক হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে, প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো.সেলিমুজ্জামান সেলিম।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী মো. বাদলুর রহমান খান, বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মো. মাহবুব আলম শাহ্ , যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ্ব মন্ডল, যুবদল মালয়েশিয়া শাখার যুগ্ম সম্পাদক মো. রমজান আলী, শ্রমিক নেতা মো. জিয়াউল হক জিয়া, মালুরি যুবদলের সভাপতি মো.মারুফ সিকদার, কুয়ালালামপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো.রাসেল রানা, কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মো.মেহেদি হাসান,কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মো.তুহিন শেখ, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন মৃধা, নবীন দল মালয়েশিয়া শাখার সভাপতি মো. হাশেম মোল্লা, সাধারণ সম্পাদক মো. আজিম হোসেন, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান মাসুম, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোজাম্মেল হক ও গণতন্ত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন প্রমূখ।
ইফতার ও দোয়া মািফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন,সিমুনি মহানগর যুবদলের সভাপতি মো.খালিদ হাসান রিপন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো.আবু কাউসার ভূঁইয়া,মো.সোহেল খন্দকার, মো.শহীদ গাজী,মো.ইসমাইল হোসেন আখন্দ,মো. মোশাররফ সরকার,মো.উবায়দুল ভূঁইয়া,মো.শাকিল সরকার, মো.খোকন মিয়া,মো.কামরুজ্জামান বাবু, মো. রফিক, মো.দেওয়ান ইব্রাহিম,মো.শাজাহান মোল্লা,মো.আয়ুব হোসেন, মো.রিয়াদ হোসেন, মো.আবু উবায়দা, মো. কারিমুল্লা, মো.ওলিউল্লাহ খন্দকার,মো.হাবিব খান ও মো.জিয়া সিকদার প্রমুখ।
ইফতার পূর্বক আলোচনা সভা শেষে,মালয়েশিয়া বিএনপি,শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শ্রমিক দল মালয়েশিয়ার প্রয়াত সাবেক সভাপতি যোবায়ের আহম্মেদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বশির আহমেদ ফারুক,
মালয়েশিয়া প্রতিনিধি।
২৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur