২৪ মার্চ ২০২৫ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো. হোসেন (৩২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৬,১৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জুয়েল রানা, পিপিএম-সেবা,সিনিয়র এএসপি, সিনিয়র সহকারী পরিচালক, স্কোয়াড কমান্ডার র্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা এর প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ মার্চ এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী মো.হোসেন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধুতিয়া দীঘিরপাড় গ্রামের মৃত মিলন মিয়া মিজান মিয়া এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা এর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১, ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৬ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ৭৩ জন গ্রেফতার,ধর্ষণ মামলায় ৩৬ জন গ্রেফতার,অস্ত্র সংক্রান্ত মামলায় ৮ জন গ্রেফতারসহ ৮০ টি অস্ত্র,১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২ শ ২৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৩৭ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৮ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৩২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রেস রিলিজ, নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর টাইমস ২৫ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur