ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ মার্চ শনিবার হাজীগঞ্জ পশ্চিম বাজার আনন্দ প্যালেসে উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবির।
উক্ত অনুষ্ঠানের (ISPAB চাঁদপুর শাখা) আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অন্তরঙ্গ ডট কমের স্বত্বাধিকারী আসাদুজ্জামান সুজন। বিশেষ অতিথি চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার প্রকৌ: সূর্য নারায়ন ভৌমিক। সুপার ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট হাজীগঞ্জ শাখার স্বত্বাধিকারী ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ইন্টারনেট ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২২ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur