বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বিকেল চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের আহ্বায়ক এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ মুফতী শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা আয়কর সমিতির সভাপতি অ্যাড. হাবিবুর রহমান, চাঁদপুর জজকোর্টের (জিপি) ও বিএনপি নেতা অ্যাড. আলম খান মঞ্জু, চাঁদর সরকারী জেনারেল হাসপাতালের (মেডিসিন ও হ্নদরোগ বিশেষজ্ঞ) ডাঃ সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার অনলাইনের নির্বাহী সম্পাদক মনির হোসেন সজিব, বিশিষ্ট্য ব্যবসায়ী নূরনবী, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মাও. মনিরুল ইসলাম কাশেমী, ওয়ারলেস বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাও. বেলায়েত হোসেন কাশেমী।
সভাপতির বক্তব্য অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, হযরত হাফেজী হজুর রহঃ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছেন তওবার মাধ্যমে এবং তিনি বলেন এক হও নেক হও। এভাবে যদি আমরা নিজেদের গঠন করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন খেলাফত কায়েম হবেই।
আলোচনা সভা শেষে ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ মুফতী শফিকুল ইসলাম।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৯ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur