অসুস্থ বাবার ওষুধ ক্রয় ও ছোট ভাইয়ের পরীক্ষার ফরম ফিলাপের টাকা যোগাড় করতে গিয়ে চাকরির প্রলোভনে পড়ে পাচার হয়ে যায় মেয়েটি। পরে ধর্ণাঢ্য এক হৃদয়বান পুরুষ তাকে পতিতাপল্লী থেকে উদ্ধার করেন।
মেয়েটি ফিরে আসে আবারো তার স্বাভাবিক জীবনে। সে স্বপ্ন দেখে আবারো সবকিছু নতুন করে সাজানোর। অচেনা এক মানুষকে নিয়ে সে মনে মনে বীজ বুনে ভালোবেসে গড়া এক সংসারের।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভ্রমর’। আজম খান রচিত ও প্রাচ্য পলাশ পরিচালিত এই নাটকে পতিতাপল্লী থেকে উদ্ধার হওয়া মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা ইশানা। তাকে উদ্ধার করা ধনাঢ্য ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির।
নাটকটিতে আরো অভিনয় করেছেন সাইফুল ইসলাম মাহমুদ, সেলিম আহমেদ, র্যাম্প মডেল রোহান সাম্স, লিয়া আর্লিন লিয়ানা, নিয়ামুল করিম, নুজহান জিনান, ইমরান শাহীন, রাইসা খান।
নির্মাতা জানান, নাটকটির শুটিং গেল ৩০ ও ৩১ অক্টোবর উত্তরার মন্দিরা শুটিং হাউস ও সংলগ্ন এলাকায় শেষ হয়েছে। শিগগিরই এটি বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৩৫ পিএম,০২ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur