চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১২ মার্চ বুধবার যৌথবাহিনীর উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকাধীন ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের বিভিন্ন অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, থানার এসআই সাকিল হাসান, সেনা সদস্য, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিংসহ বিভিন্ন ভাবে সতর্ক করা হয়। কিন্তু এরপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন, অভিযানে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফরিদগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur