কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড: মো: হেলাল উদ্দিন টানা ৪৮ দিন কারাভোগের পর অবশেষে জামিলে মুক্তি পেয়েছেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে তিনি মঙ্গলবার সন্ধ্যায় (১১ মার্চ) চাঁদপুরের জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ২০২২ সালের বদুরপুর গ্রামে ইফতার পার্টিতে গাড়ী বহরে হামলা ও ভাংচুরের মামলার ৬নং আসামী হিসেবে গত ২২ জানুয়ারী ওই মামলায় ৮ সপ্তাহের জামিন শেষে চাঁদপুরের নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে বিজ্ঞ বিচারক তন্ময় কুমার দাস জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
পরবর্তীতে কারাগরে থাকা কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড: মো: হেলাল উদ্দিন এর বিরুদ্ধে ২০১৮ সালের মার্চ মাসে কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিএনপির জনসভার প্রচার মাইকে বাধাঁ দেয়ার অভিযোগে আরো ২৮ জানুয়ারী একটি মামলা দেয়া হয়। উপজেলার শাহারপাড় গ্রামের আবদুল জলিলের ছেলে হাবিবুর রহমানের দায়েরকৃত ওই মামলায় তাকে প্রধান আসামী করা হয়। এছাড়াও আরো কয়েকটি রাজনৈতিক মামলায় অ্যাড. হেলাল উদ্দিনের নাম থাকায় জামিনে বিলম্ব হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur