প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই কোনো ভাবেই বিয়ে বাড়িতে ব্যবহার করা যাবে না এটি। এমনকি সরকারি অনুষ্ঠানেও কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করা উচিত নয়। এক্ষেত্রে অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। পরিবেশ দূষণ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করেছে ভারতের কেরল হাইকোর্ট।
এ নিয়ে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে। কীভাবে প্লাস্টিক বোতলের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়, তা বিবেচনা করে দেখতে বলেছে আদালত।
২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইনে দায়ের একটি স্বত:প্রণোদিত মামলার রায়ে বিচারপতি জানান, শুধু বিয়েবাড়ি নয়, কোনো সরকারি অনুষ্ঠানেও ছোট প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত নয়। রেলওয়ে কর্তৃপক্ষকেও এ ব্যাপারে সতর্ক করেছে আদালত।
বিচারপতি জানান, রেলপথ আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব কর্তৃপক্ষেরই। সাধারণের স্বার্থে ও আইন মেনে এ কাজ করতে তারা বাধ্য। তাই অবিলম্বে রেলস্টেশন চত্বর আবর্জনামুক্ত করতে হবে।
এ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই বিয়েবাড়িতে হাফ লিটারের পানির বোতল ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। পার্বত্য এলাকায় প্লাস্টিক নিষিদ্ধ করার প্রস্তাবটি নিয়েও বিবেচনা চলছে। এছাড়া কোনো অনুষ্ঠানে একশোর বেশি মানুষের জমায়েত হলে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। রাজ্যে সম্পূর্ণভাবে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তথ্যসূত্র: দ্য ওয়ালইন।
১১ মার্চ ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur