বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর পৌর সভার ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ মার্চ বাদ আছর টাক রোড দারুস সালাম মসজিদে দ্বিতীয় তলায় এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
তিনি বলেন, শ্রমিকদের অধিকারের বিভিন্ন দিক এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট পতনোত্তর সময়ে একটি সমৃদ্ধ, শ্রমিকবান্ধব ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোই সময়ের দাবি। আগামী জাতীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর পৌর সভার ১১ নং ওয়ার্ড সভাপতি শাহাদাৎ হোসেন মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলার সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন, সহ সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ আব্দুল হাই লাভলু, সহ-সভাপতি মোঃ ফয়সাল খান, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আল আমিন, চাঁদপুর আলামিন হাসপাতালের এমডি মোঃ মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শহর ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, ৭ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur