Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মুক্ত বাতাসে ফিরলেন যুবদল নেতা জিয়াউর রহমান
বাতাসে

কচুয়ায় মুক্ত বাতাসে ফিরলেন যুবদল নেতা জিয়াউর রহমান

চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামের অধিবাসী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ জিয়াউর রহমান জাহিদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর ডুবাই থেকে তিনি দেশে ফেরায় ১নং সাচার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের সম্মিলিত আয়োজনে তাকে গৌরীপুর-সাচার সড়কের পথে পথে ফুলের সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা গেছে, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে বহু মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়ে সাবেক তুখর সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জাহিদ বিদেশে পাড়ি জমান। এলাকায় জিয়া নামে পরিচিত এ যুবনেতা দীর্ঘ কয়েক বছর ডুবাই প্রবাস জীবন থাকায় তার বাবা-মা মারা যাওয়ার পরও তিনি মামলার কারণে দেশে আসতে পারিননি। অবশেষে শুক্রবার এলাকায় ফিরলে কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা থেকে তাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় বরন করেন ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীরা। সাচার বাজারে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে জিয়াউর রহমান জাহিদ বলেন বিগত ফ্যাষ্টিট সরকারের সময়ে হামলা মামলা ও হয়রানি করেন দেশে থাকতে পারিনি। দীর্ঘদিন পর আপনাদের ভালোবাসায় মুক্ত কচুয়ায় পা রাখলাম।

আগামীতে নিজ এলাকা সাচার ইউনিয়ন বাসীর মানুষের কল্যাণে কাজ করতে সকলের সহযোগীতা চাই। এর আগে শুক্রবার বিকেল ৩ টায় কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা থেকে প্রায় শতাধিক মোটল সাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করলে শুয়ারুল বাজার হয়ে সাচার বাজার হয়ে শুভেচ্ছা বিনিময় শেষে শুয়ারুল নিজ বাড়িতে যান এবং প্রয়াত বাবা-মায়ের করব জিয়ারত করেন। এসময় কচুয়া উপজেলা যুবদলের সিনি:সহ-সভাপতি মো: মনির হোসেন,সদস্য মো: আলী আরশাদ সিকদার, বিএনপি মো: আবুল কাশেম,মফিজুল ইসলাাম প্রধান,সাচার ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. সোহেল রারা, সাংগঠনিক মো. কামাল হোসাইন,৩নং ওয়ার্ড় যুবদলের সভাপতি মো. শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক মো. জমির হোসেনসহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মার্চ ২০২৫