চাঁদপুরের কচুয়ায় ফসলী জমি নষ্ট করে দিনের পর দিন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে অবৈধ ড্রেজার ও ভেকু বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী। বৃহস্পতিবার কচুয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ফয়সাল, ইয়াসিন, আব্দুল লতিফ মুন্সি, শাহজাহান, আব্দুল মান্নানসহ বেশকিছু কৃষক জানান, একই গ্রামের মৃত ওমর আলীর পুত্র মো. কবির হোসেন গত কয়েকবছর যাবৎ বিগত ফ্যাঁসিবাদী সরকারের সময়েও স্থানীয় নেতাদের ম্যানেজ করে এবং বর্তমানে পুনরায় প্রভাব খাটিয়ে ধামালুয়া উত্তর ও কোমরকাশা দক্ষিণ মাঝামাঝি বিলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে রমরমা বালুর ব্যবসা করে আসছে। এতে আমরা বাধাঁ দিলে তার কাছে জমি বিক্রির কথা বলেন এবং নাম মাত্র মূল্যে জমি বায়না করে কারো কারো কাছ থেকে জমি ক্রয় করে ওই স্থানে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে রমরমা বালুর ব্যবসা চালিয়ে আসছে।
এছাড়া ভেকু দিয়ে ফসলী জমি ও রাস্তা দিয়ে আশেপাশে মাটি বিক্রি করছেন। প্রায় দেড় মাস আগে স্থানীয় উপজেলা প্রশাসন কবির হোসেনের অবৈধ ড্রেজার নষ্ট করে দিলেও পুনরায় তিনি আবার ওই ব্যবসা চালু করেন। এতে আমাদের জমি নষ্ট হওয়াসহ কবির হোসেনের ড্রেজারের পাশে হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি যেকোনো সময় ভেঙ্গে প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ধামালুয়া গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্থায়ীভাবে বন্ধের জোর দাবী জানাই।
এব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, দেড় মাস আগে কবির হোসেনকে জরিমানার আওতায় এসে মালামাল বিনষ্ট করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। পুনরায় অবৈধ ড্রেজার চালুর বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া প্রতিনিধি, ৬ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur