প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে দক্ষিণ রগুনাথপুর কবিরাজ বাড়ির বায়তুল মাহফুজ জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রী প্রতিটি প্যাকেটে ছিল তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট, খেজুর, মুড়ি ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১০ নং লক্ষীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির আহমেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন থেকে ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোঃ বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রধান উপদেষ্টা মোঃ সেলিম কবিরাজ। এসময় প্রবাসী কল্যাণ সমিতি তথা চাঁদপুরের সকল প্রবাসীদের সুস্থ্যতা এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালখ মো. রুবেল খান, সভাপতি মোঃ ইয়াসিন শেখ, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাসুদ কবিরাজ ও শাহাদাত কবিরাজ। অর্থ সহায়তা করেন, ওমান প্রবাসী ও এলাকার সমাজসেবক মোঃ মনির হোসেন কবিরাজ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য মোঃ শহীদুল্লাহ আখন্দ, এলাকার মুরুব্বী শাহ মোঃ হারুন মাস্টার, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক বিএম আহসান হাবিব, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক হাফেজ মনির হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুন ঢালী।
বক্তারা বলেন, আমাদের এলাকার একদল মানবিক প্রবাসী মানুষদের সমন্বয়ে এই সংগ্রহটি গঠিত হয়েছে। যারা প্রবাসে থেকেও নিজের গ্রামের মানুষদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সংগঠনটি যে কোন দুর্যোগ-দুঃসময়ে গ্রামের গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা প্রশংসার দাবি রাখে। আমারা তাদের মন থেকে দোয়া এবং অভিনন্দন জানাই।
প্রবাসী কল্যাণ সমিতি, চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুবেল খান বলেন, ২০২১ সালে করোনার মহামারির দুঃসময়ে প্রবাসে থাকা আমাদের এলাকার একদল পরোপকারী ভালো মানুষদের নিয়ে এই প্রবাসী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা হয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সামর্থ্য অনুযায়ী এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের এলাকাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা। সমিতি প্রতিষ্ঠান পর থেকে আমারি কষ্টে উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে নিজ এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছি। সে ধারাবাহিতায় আজকের এ ইফতার সামগ্রী বিতরণ। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
স্টাফ রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur