মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ, পানাহার হতে বিরত থাকার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখা। শুক্রবার কচুয়া পৌরসভাধীন আল-ফাতেহা মাদ্রাসার গেইট থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর পল্টন ব্রিজ এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা মজলিসের সুরা সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। এসময় কচুয়া পৌর জামায়াতের আমির আমিনুল হক মীর, সাচার জামায়াতের আমির মীর ওয়াহিদুজ্জামান, আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল মতিন, গোহট দক্ষিন ইউনিয়ন জামায়াতের আমির মাও: হেলাল উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবু জাফর, বিতারা ইউনিয়ন জামায়াতের আমির মাও: নাছির উদ্দিন মোল্লা, পাথৈর ইউনিয়ন জামায়াতের আমির মাও: শহিদ উল্লাহ, পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: মো: জসীম উদ্দিন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: হেদায়েত উল্লাহ, ৬নং উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, কচুয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুস সামাদ আজাদ ও কড়ইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুর রহমান নিজামী সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur