পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পালগিরী দারুল ইলম ছোবহানীয়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের (ঐঁসধহ জবষরবভ ঋড়ঁহফধঃরড়হ) অর্থায়নে উপহার হিসেবে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ওই মাদ্রাসার ৮২ জন শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আলমগীর হোসেন মিয়াজী, সেক্রেটারী মনির হোসেন মাস্টার, পরিচালক হাফেজ উমর ফারুক, মাদ্রাসা প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, মাদ্রাসার সদস্য আহসান উল্লাহ, ডা. শেখ ফরিদ বাবুল, মোঃ মহসিন, কামাল হোসেন মিয়াজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার সেক্রেটারী মোঃ মনির হোসেন মাষ্টার বলেন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে আমাদের নিজ গ্রামে শিক্ষার্থীদের মাজে আসন্ন মাহে রমজান উপলক্ষে তাদেও উপহার স্বরূপ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আমরা গ্রামবাসির পক্ষ থেকে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur