শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য বিদায়ী সিনিয়র সহকারি শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ। বৃহস্পতিবার সুরেশ চন্দ্র দেবনাথ অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান সুরেশ চন্দ্র দেবনাথ।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী সংবর্ধিত সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।
এসময় তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষকতার দায়িত্ব পালনে সহযোদ্ধাও সহকারী শিক্ষকগণ সর্বত্র দিয়ে সহযোগিতা করেছেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল পাটোয়ারী, সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সাইফুল্লাহ, অমর কৃষ্ণ দেবনাথ, সরকারি শিক্ষক মেহেদী হাছান সবুজ, মোঃ জালাল উদ্দিন, ফখরুল ইসলাম,ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ পরান, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয় পাটোয়ারী প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের সেকশন অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল স্থায়ী হয়ে থাকবেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, সাইফুল্লাহসহ অন্যান্য শিক্ষকরা বলেন, ‘স্যারের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।
অনুষ্ঠানের শেষে, শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সদ্য বিদায়ী সিনিয়র সহকারি শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথকে রাজকীয় ভাবে মাইক্রো গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে তার গ্রামের বাড়ি ফতেপুর পৌঁছিয়ে দেয়।
উল্লেখ্য যে, ১৯৮৫ সালে দারাশাই তুলপাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন সুরেশ চন্দ্র দেবনাথ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওই বিদ্যালয়ের থেকে অবসরে যান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur