চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত বিদায়ী শিক্ষকরা হলেন – সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান, মোরশেদ আহমদ মজুমদার, মো.সেলিম, প্রদর্শক এস.এম.আবুল কালাম আজাদ, মো.শরীফুল ইসলাম ভূঁইয়া,ক্লার্ক কাম টাইপিস্ট মো. দেলোয়ার হোসেন মজুমদার ও অফিস সহকারী রতন চন্দ্র দাস।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো.জামাল হোসেন তালুকাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হোসাঈন সভাপতিত্বে সংবর্ধিত অতিথি বিদায়ী শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষকগণ নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আনোয়ার উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মো.মাকছুদুর রহমান, মো.সেলিম পাটওয়ারী, অধ্যায়নরত শিক্ষার্থী নাজারিয়া তানহা।
সহকারী অধ্যাপক তৌহিদা আকতার, প্রভাষক মাসুদুর রহমান ও কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন মজুমদার, আলী হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, বিলকিস আরা বেগম, শ্রীকৃষ্ণ দে,বেলাল হোসেন ও শামসুন্নাহার শিরিনসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম জয়
২৭ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur