সাম্প্রতিক সময় কুমিল্লা জেলায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় র্যাব-১১, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী হৃদয় (২৭),পিতা- মোজাফফর, মাতা-বকুল বেগম, সাং-চান্দেরচর, থানা-হোমনা,জেলা-কুমিল্লা’কে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ১টি চাকু ও ১টি লোহার শিকল উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান,লে.কমান্ডার,উপ-পরিচালক,কোম্পানী অধিনায়ক র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা এর স্বাক্ষরিত ও প্রেরিত এক প্রেস রিলিজ সূত্রে চাঁদপুর টাইমসকে ২৭ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪৫ জন, হত্যা মামলায় ৬৩ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ২৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৬ জন গ্রেফতারসহ ৭৭ টি অস্ত্র, ১ হাজার ২ শ ৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২ শ ৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৩৬ জন, জেল পলাতক ৩২ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ১শ ৭০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রেস রিলিজ
২৭ ফেব্রুয়ারি ২০২৫
এডিটেড বাই এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur