মালয়েশিয়া প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট স্বপ্নছোঁয়া উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়, ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী রায়পুরের নিলক্ষার কৃতি সন্তান মো.আলমগীর বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

রেস্টুরেন্টটির কর্ণধার মো. আলমগীর বেপারী জানান, মালয়েশিয়া সকল প্রবাসী ভাইবোনদের কমদামে, মানসম্মত টাটকা ও সুস্বাধু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। আন্তরিকতা ও সুন্দর ব্যাবহার করে কাস্টমারদের সর্বোত্তম সেবা করা আমাদের প্রচেষ্টা থাকবে। রেস্টুরেন্ট কতৃপক্ষ প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মৃসরিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বশির আহমেদ ফারুক
মালয়েশিয়া প্রতিনিধি
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur