চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের (সাবেক অগ্রণী ব্যাংক এর স্থলে) প্রাণ কেন্দ্রে সেবা জমজম প্লাজার নির্মান কাজের উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।বুধবার ( ২৬ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় সেবা জমজম প্লাজার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা জমজম প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন,মতলবে আধুনিক সেবা সম্বলিত এ বানিজ্য ভবনটি নির্মিত হলে এলাকার ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে।এতে নিঃসন্দেহে আপনিও এ সুযোগ গ্রহন করতে পারেন।এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি কাজী মোঃ নাসির উদ্দিন,ভুমি ভাই মোঃ রুহুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী। এসময় উপস্থিত ছিলেন সেবা জমজম প্লাজার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাজেদুল হক খান, ডেপুটি জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন প্রকৌশলী মোঃ কামরুল আলম মিয়া, মতলব জোনাল অফিসের ম্যানেজার মোঃ জনি ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ, সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং মোঃ সাইদুল ইসলাম আজাদ, মুন্সীরহাট কলেজের প্রভাষক মোঃ জসিম উদ্দিন মৃধা,মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, বিকাশ এজেন্ট মতলবের স্বত্বাধিকারী একে আজাদসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।
পরে ফিতা কেটে এবং মাটি কেটে জমজম প্লাজার নির্মান কাজের উদ্ধোধন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur