চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদলের অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় ধানুয়া বাজার সংলগ্ন স্থানে দিনব্যাপি এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন, কার্ডিওলজিস্ট ডা. আল-মামুন সিকদার, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু বকর সিয়াম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাসুদ রানা নয়ন এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তারিকুল ইসলামসহ আরও অনেকে বিশেষজ্ঞ চিকিৎসক।
ফ্রি চিকিৎসা ক্যাম্পটির মিডিয়া পার্টনার বাংলাদেশ খবর। স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্ব দেবেন শাহ মুর্তোজা মোর্শেদ এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার মিসেস আফিয়া আহসান।
ল্যাব সাপোর্টে থাকবে- অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES) এর নেতৃত্ব দেবে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ‘আমরা ফরিদগঞ্জের মানুষের জন্য ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেওয়া নয় বরং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।
‘দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশন‘ সমাজের নানা ইস্যুতে ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশ প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি।
নিজস্ব প্রতিবেদক, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur