Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ইকরা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার ও বিতরণ

কচুয়ায় ইকরা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার ও বিতরণ

কচুয়া উপজেলার অন্যতম শিশু বিদ্যা প্রতিষ্ঠান মাঝিগাছা ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ন্যায় মঙ্গলবার দিনভর শিক্ষার্থীদের আনন্দঘন নানান প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: মনু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক মো: আলমগীর চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বিতারা ইউনিয়ন প্রশাসক মো. রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জামাল হোসেন, মাঝিগাছা এম. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুন অর রশিদ, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মো: আমির হোসনে, সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ মিঞা, সমাজসেবক মিজানুর রহমান মিঞা প্রমুখ।

পরে কচুয়া কিন্ডার গার্টেন অ্যাসোশিয়েশনে অংশগ্রহন করে ওই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ ফেব্রুয়ারি ২০২৫