১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ/ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারক) হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের কচুয়ার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের খিলমেহের গ্রামের মেধাবী শিক্ষার্থী মোঃ রেজাউল ইসলাম। এবার সারাদেশ থেকে সর্বমোট ১০২ জনকে সহকারী জজ হিসাবে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে মোঃ রেজাউল ইসলামও একজন।
মোঃ রেজাউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন। পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় ও খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসা থেকে আলিম ও দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তার গর্বিত বাবা মোঃ আলাউদ্দিন খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার শিক্ষক ও তার মা লুৎফা বেগম। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা রেজাউল ইসলামকে পাড়ি দিতে হয়েছে কঠিন সময় তবুও তিনি তার লালিত স্বপ্নকে ছোঁয়ার জন্য মনোযোগসহ পড়াশোনা করেছেন। দুই ভাই ও এক বোনের মধ্যে রেজাউল ইসলাম সবার বড়। তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছে ও ছোট ভাই এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এক প্রতিক্রিয়া সহাকারী জজ পদে মনোনীত হওয়ায় মোঃ রেজাউল ইসলাম বলেন, ‘একজন বিচারক বা জজ হওয়াটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সেই লক্ষ্য নিয়ে নিজেকে প্রস্তুত করেছি। অবশেষে মহান আল্লাহর অশেষ কৃপায় আমি একজন বিচারক হিসাবে মনোনীত হয়েছি। এই দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মায়ের অবদান বলে শেষ করা যাবেনা। ছোট বেলা থেকে আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে উনারা বড় করেছেন।’
তারই সাথে উনার শিক্ষক মন্ডলী যারা উনাকে পড়িয়েছেন তাদের অবদানকেও তিনি স্মরন করেছেন। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাক্সক্ষী সকলের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি যেন একজন সত্যিকারের ন্যায়বিচারক হতে পারেন সেজন্য সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন। অন্যদিকে সহকারী জজ পদে মো. রেজাউল ইসলাম মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিভনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur