Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদর ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত
ফারিয়ার

চাঁদপুর সদর ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) চাঁদপুর সদর ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬০ জন। তাদের মধ্যে ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম খাঁন গোলাপ ফুল প্রতীকে ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জামাল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৬৪ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মো. সামিউল ইসলাম সানি ফুটবল প্রতীক নিয়ে ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিম রানা মোমবাতি প্রতীক নিয়ে পান ১০৩ ভোট।

সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপদেষ্টা মাসুম বিল্লাহ। ফলাফল ঘোষণা সাথে সাথেই নব-নির্বাচিত নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখের পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদ এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো গতিশীল ও এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি পদে মোঃ মমিনুল ইসলাম মমিন আনারস প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ মোঃ বাশার খান ছাতা প্রতীকে পেয়েছেন ৬৪। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা বই প্রতীকে ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাগর হোসেন রিক্সা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম মোরগ প্রতীকে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল হোসাইন হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৮ ভোট। সহ অর্থ সম্পাদক পদে রনি কর্মকার চেয়ার প্রতীক নিয়ে ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকান্ত হালদার মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৯ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ তাইরুল ইসলাম ইলিশ প্রতীকে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ উজ্জল হোসেন লঞ্চ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাইনুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাদ্দাম হোসেন ফ্যান প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট এবং বাবুল চন্দ্র দাস টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট।

নির্বাচনে ১০টি পদে সর্বমোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অর্থ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির বাঘ প্রতীক এবং দপ্তর সম্পাদক পদে রহমত উল্লাহ ঘড়ি প্রতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত এই কমিটি আগামী ২বছর তাদের দায়িত্ব পালন করবে।

নির্বাচনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন, মোঃ পাভেল হাসান, মোঃ আরিফুল ইসলাম আরিফ,মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রওনাকুল ইসলাম রওনক। অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আহসান হাবীব, মোঃ হুমায়ুন কবির, মোহাম্মদ জুবায়ের সিদ্দিক ও মোঃ মহসিন আলী।

স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫