Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্ত্রীর সাথে অভিমান করে শ্রমিকের আত্ম-হত্যা
স্ত্রীর
প্রতীকী ছবি

কচুয়ায় স্ত্রীর সাথে অভিমান করে শ্রমিকের আত্ম-হত্যা

কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার স্ত্রী’র সাথে অভিমান করে গৃহের ফ্যানের সাথে ফাঁস দিয়ে ইব্রাহিম (৩১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার চাংপুর গ্রামে হারুনুর রশিদের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ইব্রাহিম চাংপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রবাসী আরিফ হোসেনের গৃহের ভাড়াটিয়া ও যোগিচাপড় গ্রামের অধিবাসী চাংপুর মিমুলতলী মোড়ের মিজানের প্লাষ্টিক দোকানের কর্মচারি ছিলো। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়দা তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

জানাগেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের অধিবাসী সালাম মুন্সীর ছেলে ইব্রাহিম গত কয়েক বছর ধরে কচুয়ার চাংপুর এলাকার পুরাতন প্লাস্টিক মালামালের দোকান কাজ করে আসছে। সে সুবাদে ইব্রাহিম চাংপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রবাসী আরিফ হোসেনের গৃহের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে তার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে মুন্সীগঞ্জে চলে যায়। এনিয়ে অভিমান করে,তার স্ত্রীকে মুঠোফোনে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। এসময় তার স্ত্রী পাশর্^বর্তী গৃহের লোকদের ফোন দিলে স্থানীয় লোকজন এসে গৃহের দরজা বন্ধ দেখে কচুয়া থানা পুলিশ খবর দেয় । পরে কচুয়া থানা পুলিশ স্থানীয় লোকজন এসে নিহতের লাশ উদ্ধার করে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে তার প্রকৃত খোজখবর নেয়া হচ্ছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২৫