হাজীগঞ্জের Monitoring বলাখাল এন এম এন আলিম মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত, হাম নাত গজল প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও দোয়া মিলাদ মোনাজাত করেন বালাখাল এন এম এন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: মাহবুবুল হাছান। দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার মো. মিজানুর রহমান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন।
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রমান্বয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাবারক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়। অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: মাহবুবুল হাছান শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur