লাখো মানুষের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল।
ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্ সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল শনিবার (২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। দেশ-বিদেশ থেকে আগত হক্কানী আলেম ওলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন এবং কয়েক দফা দোয়ানুষ্ঠান শেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ,আমিরে শরিয়ত ও তরিকত (ছারছীনা দরবার শরীফের) পীর আলহাজ¦ হযরত মাওলানা মুফতি নেছারুদ্দীন আহ্মদ হুসাইন।
সমাপনী অধিবেশনে মোনাজাতের পূর্ব মুহুর্তে আখেরী বয়ানে ছারছীনা দরবার শরীফের পীর বলেন, খাঁটি মুসলমান হতে কুরআন সুন্নাহর পথে চলার কোন বিকল্প নাই। ইসলামী আদর্শে জীবন গড়ার লক্ষ্যে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, ব্যভিচারে মত্ত থাকবেন আর মুসলমান দাবী করবেন তা হতে পারে না। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এর প্রভাব থেকে নিজে, পরিবার ও সমাজকে মুক্ত রাখতে ইসলামী আদলে জীবন গড়ে তুলতে হবে। ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া কোন বিষয় নয়। এ দরবারের ছিলছিলা যদি মানেন তাহলে এলাকায় এলাকায় কাজ করতে হবে। আপনার এলাকার ভুল পথে যাওয়া মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার দায়ীত্ব আল্লাহওয়ালা মানুষদের। বিপথগামীদের বুঝিয়ে ধর্মের পথে আনতে হবে। তাদেরকে এসব মাহফিল জলসায় এনে জমায়েত করতে হবে আলেম ওলামারা যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন তা মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজান পরিচালনা করা হয়। মোনাজাতে ধর্মপ্রাণ মানুষের ক্রন্দনের রোল পড়ে যায় গোটা মাহফিলে।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) মাহফিলের উদ্বোধন করেন, সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ।
সন্তোষপুর দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়।
ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠিত সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠারপর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur