Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের উপাদী দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
উপাদী

মতলবের উপাদী দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ সভাপতি রাজ্জাক প্রধান, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস মিয়াজী,উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মুন্সী, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: লোকমান মিয়াজি,মাদ্রাসা কমিটির সদস্য বিল্লাল হোসেন মিয়াজী।

এসময় কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলী,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন । সভাপতির বক্তব্যে আল মাহমুদ বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র অসহায় শিক্ষার্থীদের আর্থিক ও ইউনিফর্ম সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করা হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ ফেব্রুয়ারি ২০২৫