সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ফরিদগঞ্জেও অপারেশন পরিচালনা করে হয়। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরুনি অভিযানে নামে পুলিশ।
এসময় থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, মোঃ আরিফুর রহমান সরকার, মো. মাহবুবুল ইসলাম, এএসআই মো. দেলোয়ার হোসেন, ছগির হোসেন, কবির হোসেনসহ “ডেভিল হান্ট” এর অভিযানে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. জসিম উদ্দিন খান, বিদ্যমান সমসাময়িক পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিতিশীলতাকারী গোবিরন্দপুর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য আসামী মো. আলাউদ্দিন গাজী (৫৫), দ্রুত বিচার মামলা নং-১/২০২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. রিয়া রাঢ়ী, মো. ছানাউল্যাহ রাঢ়ী, মো. মিজান রাঢ়ী, মো. শাহ আলম রাঢ়ী, মো. রুহুল আমিন রাঢ়ী, শাহিন আক্তার, আলিমের নেছা, অন্যান্য গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. জহির, মুছা মিয়া, রফিকুল ইসলাম এবং থানায় নিয়মিত মামলায় চোরাই মালামাল সহ মো. শাহ আলম (২৪) ও মো. ফয়সাল হোসেন (১৮)কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, পুলিশ সুপার আব্দুর রকিব স্যারের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪জন আসামিকে গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur