চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার শহর বিএনপির আহ্বায়ক আবদুর রহমান মিয়াজী ও যুবদল কর্মী বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ অক্টোবর শনিবার রাতে হাজীগঞ্জ মডেল থানা পুলিশ পৌরসভার টোরাগড় গ্রাম থেকে তাদেরকে আটক করে। ১ নভেম্বর রোববার আটক আ. রহমান ও বাপ্পি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ২০১৪ সালে টোরাগড় গ্রামে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে একই সময়ে টোরাগড় গ্রাম থেকে নাশকতা মামলায় যুবদল কর্মী বাপ্পিকেও গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আটকের ঘটনাটি নিশ্চিত করে জানান, আ. রহমানের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। মামলা নং জিআর-২৯৩/১৪।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur