Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার
ফেসবুক

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ফরিদগঞ্জের সাংবাদিকদের ব্যাবহৃত ফেইসবুক একাউন্ট হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে। উধাও হয়ে যাওয়ার পর অপরিচিত একটা হোয়াটসঅ্যাপে নাম্বার থেকে আসছে মেসেজ। মেসেজে লিখেছেন আমি ড্যামন রাকিব। আপনার আইডিটি ভরে দিলাম। এরপর শুরু হয় তার সাথে কথোপকথন। সে জানায় , আমার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা এলাকায়। আমি বর্তমানে সৌদিতে থাকি এবং স্যোশাল এক্টিভিস্ট নিয়ে কাজ করি। আপনি ৫ এ আগস্ট ২০২৪ এর পর আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন। তাই আপনার ফেসবুক আইডিতে রিপোর্ট মেরে নষ্ট করে দিয়েছি। আপনার আইডি ফেরত নিতে হলে আমার কিছু শর্ত মানতে হবে। তা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যেসকল পোষ্ট করেছেন বা লাইভ দিয়েছেন তা ডিলিট করতে দেন। এরমধ্যে তার কথা মতো কাজ করায় কিছু ফেসবুক আইডিতে ফেরৎ পেয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলার মূল ধারার বেশ কিছু সংবাদকর্মীর হ্যাকার ডেমন রাকিবের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছেন। প্রায় ২ মাস যাবৎ ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিয়ে সঙ্কায় আছেন আরও অনেক সংবাদকর্মীরা। খুঁজছেন প্রতিকার।
জানা যায়, ড্যামন রাকিব ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইউনিয়নের কুয়েত প্রবাসী সিফনের ছেলে। সে ছোটবেলা থেকেই হ্যাকিং নিয়ে কাজ করতো। হ্যাকিং নিয়ে কাজ করতে গিয়ে একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এরপর রাকিবের বাবা তাকে সৌদিতে পাঠিয়ে দেয়। সে সৌদি আরব গিয়ে আবারও শুরু করে হ্যাকিংয়ের কাজ।

এখন পর্যন্ত ফরিদগঞ্জের প্রায় ১৫ থেকে ২০ জন সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে কয়েকজন সংবাদকর্মী জানান, আমরা থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সংবাদকর্মীরা নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামী লীগ সমর্থিত এই হ্যাকার বার বার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ।

ফেসবুক আইডি হারিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে ফরিদগঞ্জ থানায় অভিযোগও করেছেন।

এ বিষয়ে হ্যাকার রাকিবুলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আওয়ামী লীগের সমর্থিত লোক। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোন পোস্ট করলে আমি তার আইডি নষ্ট করে দেই। আমি আওয়ামী লীগের একটি হ্যাকার গ্রুপের সাথে কাজ করি। এ গ্রুপ সারাদেশেই কাজ করছে।

নিজস্ব প্রতিনিধি, ১৭ ফেব্রুয়ারি ২০২৫