দেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ও দৈনিক আমাদের দিন পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. শাহ ইমরান খান।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। মেধাবী ছাত্রনেতা শাহ ইমরান খান কচুয়া পৌরসভার কোয়া গ্রামের মো. ইউসুফ আলীর পুত্র। এর আগে তিনি কচুয়া পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তার পিতা ইউসুফ আলী ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও বড় ভাই মো. ইব্রাহিম খান কচুয়া পৌর সভার যুবদলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপি পরিবারখ্যত পরিবারের সন্তান শাহ ইমরান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর মানুষ। অন্য দিকে শাহ ইমরান খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur