হাজী শরীয়ত-উল্লাহ রহ.এর আস্তানায় প্রতিষ্ঠিত বাহাদুরপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ১৯, ২০ ও ২১ শিবচর,মাদারীপুর অনুষ্ঠিত হচ্ছে। এটি ৮০তম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার মাহফিল পরিচালনা করবেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব, বাহাদুরপুর ও সভাপতি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।
নৌ-পথে চাঁদপুর লঞ্জ ঘাট,সফরমালী ঘাট,মতলব ঘাট, হাইমচর ও হরিণা ফেরিঘাট থেকে বুধবার সকাল ১০ টার মধ্যে বেশ কটি লঞ্জ বাহাদুরপুর মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে।
এ ছাড়াও অসংখ্য ট্রলারে নিজ নিজ এলাকা ভিত্তিক মুসল্লীগণ মাহফিলে অংশ নেবে। সড়ক পথেও অনেকে যাবে। শুক্রবার বাদ জুমা স্ব স্ব যানবাহনগুলো বাহাদুরপুর মাদ্রাসার মাহফিল থেকে ফিরবে।
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur