চাঁদপুরের হাজীগঞ্জে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী গাজী শরীফ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশের অন্যতম রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী শরীফ আহমেদের হঠাৎ আগমনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ফলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
রেমিট্যান্স যোদ্ধা শরীফ আহমেদ বলেন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছিলাম প্রিয় স্যারদের সাথে কৌশল বিনিময় করতে। কিন্তু তাদের হঠাৎ এ সংবর্ধনা আয়োজন দেখে আমি আবেগ আপ্লূত হয়ে যাই। সেই সাথে শিক্ষার্থীদের কুচকাওয়াজ দেখে প্রতিষ্ঠানের একাডেমিক উন্নয়নে নিজেকে শামিল হওয়ার ঘোষণা দেই। বিদ্যালয়ের আগামি চলমান উন্নয়নে আমার সু-দৃষ্টি থাকবে এবং পড়ালেখার পরিবেশ তৈরিতে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই। এ জন্য আমি সবার দোয়া কামনা করছি। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, আমি শুনেছি দেশের রেমিট্যান্স যোদ্ধা গাজী শরীফ আহমেদ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ছিলেন। উনাকে সংবর্ধনা করতে পেরে আমরা নিজেরাও গর্বিত। বিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে সাবেক ছাত্র হিসাবে উনার কাছে সহযোগিতার প্রত্যাশা রেখে মঙ্গল কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক, ১১ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur