চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
আটকের বিষয় নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার।
ওসি জানান, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১১ ফেব্রুয়রি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur