রাকিবুল হাসান বি বাড়িয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কসবা উপজেলার কুটি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুটি বাজারের একটি মুদি দোকানে বৈদুতিক শর্কসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুনের খবর পেয়ে কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নরুল ইসলাম জিতু জানান, অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আপডেট ২:২৭ এএম ০১ নভেম্বব, ২০১৫ রোববার
/ডিএইচ
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া