নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এস এম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
এস.এম. জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারী নামে খাবার তৈরী ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।
থানা পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। যে কারণে থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ও সঙ্গীয় ফোর্স তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক,২ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur