বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুবুর রহমান শাহীন বলেছেন, ‘চাঁদপুরের সাঁতারের ইতিহাস ও ঐতিহ্য শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বব্যাপী রয়েছে। এই সুনাম ও ঐতিহ্যের মূল অংশ মরহুম আব্দুল মালেক অরুণ নন্দী সহ আরো অনেকে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং চাঁদপুরের এই কৃতিমান সাঁতারুদের মতো আমাদের এ প্রজন্ম ও আগামী প্রজন্মের জন্য কৃতিমান সাঁতারু তৈরি করতে আমি ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে সকল ধরনের চেষ্টা করে যাবো। এজন্য সকলের সহযোগিতা চাই। আমার দৃড় বিশ্বাস সকলের সহযোগিতা নিয়ে কাজ করলে সফলতা পাবো।’
তিনি চাঁদপুরবাসীর প্রতি বিশেষ করে চাঁদপুরে ক্রীড়াঙ্গনের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন শুধু সাঁতারই নয় আমি চাঁদপুরের সকল ধরনের ক্রীড়া ক্ষেএে বা খেলোয়াড় তৈরি করতে আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। তিনি নতুন প্রজন্মকে মেধাবী ও ক্রীড়ামুখী করে তুলতে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর শুক্রবার ৩১ জানুয়ারি দুপুরে প্রথম চাঁদপুরের আসেন। এসময় তিনি নিজ এলাকার বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
পরে চাঁদপুর শহরের গুয়াখোলাস্হ নিজ বাসায় এলে শহরের বিভিন্ন ক্রীড়া, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।
চাঁদপুরে যে ক্লাবের দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, সেই ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন গুয়াখোলা ক্রীড়া চক্রের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি উল্লেখিত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোঃ জুয়েল, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গনি জনি, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ৩১ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur