Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মামলা থেকে অব্যাহতি পেলেন যুবদল নেতা হুসাইন জাকির
মামলা

কচুয়ায় মামলা থেকে অব্যাহতি পেলেন যুবদল নেতা হুসাইন জাকির

কচুয়ায় বিগত আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেলেন গোহট উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হুসাইন জাকির। বিগত ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় মহাসমাবেশে যোগদানকে কেন্দ্র করে কচুয়ায় বিএনপি’র ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে কচুয়া থানা পুলিশ। ওই মামলার ঘটনায় পরদিন পর ২৯ অক্টোবর রাতে যুবদল নেতা হোসাইন জাকিরের বাড়িতে অভিযান চালায় তৎকালীন এস.আই মামুনুর রশিদ সরকার ও ইয়াকুব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

মোহাম্মদ হুসাইন জাকির জোনান, মামলার কারনে ৭ জানুয়ারী নির্বাচন পর্যন্ত বাড়িঘর ছেড়ে পলাতক ছিলাম। পরবর্তীতে ১৫ জানুয়ারী মহামান্য হাইকোর্টের মাধ্যমে ৬ সপ্তাহ জামিন নেই। জামিন শেষে চাঁদপুরের বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। ওই মামলায় ২৮দিন কারাবারন করি। বর্তমানে স্বৈরাচারী সরকার পতনের পর মঙ্গলবার চাঁদপুরের আদালতে ওই মামলা থেকে আমিসহ আরো অনেকেই অব্যাহতির মাধ্যমে ন্যায় বিচার পাই।

কচুয়া প্রতিনিধি, ২৮ জানুয়ারি ২০২৫