চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো বাইকের ধাক্কায় রেনুজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার ফরায়জীকান্দি ইউনিয়নের ফরাজী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রেনুজা বেগম ওই ইউনিয়নের মৃত সালামত গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার সময় নিহত রেনুজা বেগম তার নিজ বাড়ি থেকে বের হয়ে ফরায়জী কান্দি বেড়িবাঁধে তার নাতিন জামাইর ঔষধের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় তিনি বেরিবাঁধেরর রাস্তার একপাশ থেকে ওপর পাশে যাওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোবাইক তার গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে তিনি অটোবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পড়ে প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মতলব উত্তর উপজেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় খবর পেয়ে তার নাতিন জামাই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সংবাদ লেখা পর্যন্ত হাসপাতালের কড়িঢোরে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৫ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur